শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৫৮ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে আরএমপি মহিলা নিয়োগে অনিয়ম ও দূর্নীতি। ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রকল্প পরিচালক, ঢাকা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল। অভিযোগে জানা যায়, পলাশবাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী তাহাজ্জত হোসেন ঐ অফিসের সিও সামছুল ইসলামকে বিভিন্ন ইউনিয়নে পাঠিয়ে দিয়ে কিছু দালালের মাধ্যমে জনপ্রতি ৩০ থেকে ৪০ হাজার করে টাকা গ্রহণ করে নিজের মনগড়া মতো সরকারী নিয়ম বর্হিভূতভাবে আরএমপি মহিলা শ্রমিক নিয়োগ প্রদান করায় ৬নং বেতকাপা ইউপি চেয়ারম্যান ফজলুল করিম কর্তৃক এক লিখিত অভিযোগ দাখিল করেছেন। গত ১২মে উপজেলা আরএমপি মহিলা শ্রমিকদেরকে ডালি কোদাল নিয়ে রাস্তায় দেখা যায়। তাদের জিজ্ঞাসা করলে তারা জানায়, ২২শে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগের ব্যাপারে উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, নিয়োগ বাতিল করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে যে ব্যবস্থা গ্রহণ করবেন তাই বাস্তবায়ন হবে। তবে ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী জানায়, সংশ্লিষ্ট সিও সামছুল ইসলাম লোক দেখানো ভোটার আইডি সংগ্রহ করে উপজেলায় লটারী হবে বলে তাদের ভোটার আইডিকার্ড নিয়ে আসেন। পরে লটারী ছাড়াই উৎকোচের মাধ্যমে তাদের নিয়োগ দিয়েছেন। অভিযোগে সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান ।