সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:৪৭ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য “কোভিড-১৯ সংকট: স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখান-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” এর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর প্রশাসক আবু বকর প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনোয়ারা বেগম, রফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে দেখা যায় ।