সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে আখিরা নদীর বাঁধ সংস্কার কাজ সমাপ্ত না হতেই বাঁধের সিংহভাগ নদী গর্ভে

পলাশবাড়ীতে আখিরা নদীর বাঁধ সংস্কার কাজ সমাপ্ত না হতেই বাঁধের সিংহভাগ নদী গর্ভে

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে আখিরা নদীর বাম তীরে পূর্ব সর্তকতামূলক তীর সংরক্ষণ কাজ সম্পন্ন না হতেই বাঁধের সিংহভাগ নদী গর্ভে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, গাইবান্ধার বাস্তবায়নে পলাশবাড়ী উপজেলার করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের টেংরা নামক স্থানে আঁখিরা নদীর বাম তীরে ২৫০ মিটার দৈর্ঘ্য পূর্ব সতর্কতামূলক নদীর তীর সংরক্ষণ কাজে ১ কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্ট এসও সূত্রে জানা যায়, গাইবান্ধার আব্দুল লতিফ হক্কানী ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি ১লা মার্চ-২০২০ ইং তারিখে পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ শুভ উদ্বোধন করেন। এলাকাবাসী জানায়, কাজটি শুরু থেকেই অদ্যবধি কত টাকা বরাদ্দ এবং কিভাবে কাজ সম্পন্ন করা হবে এর কোন সাইনবোর্ড দেওয়া হয়নি। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান কাজের সুবিধার্থে বাঁধের পাশের্^ থেকেই শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন পূর্বক বাঁধ সংস্কার করায় সম্প্রতি বন্যায় বাঁধের সিংগভাগ বালু নদী গর্ভে চলে যায়। তারা আরও জানায়, যেভাবে বাঁধের পাশের্^ থেকে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করা হয়েছে তাতে বাঁধের কাজ সম্পন্ন হলে বাঁধটি পূনরায় নদী গর্ভে ধসে যাওয়ার সম্ভবনা রয়েছে। তাই বাঁধ সংস্কারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এলাকাবাসী জোর দাবী জানান ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com