মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জেলার সকল উপজেলা, পৌরসভা ও জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের মিলন মেলা, সংক্ষিপ্ত আলোচনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। গতকাল পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে জেলার সকল উপজেলা, পৌরসভা ও জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের উপস্থিত এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া পলাশবাড়ী উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকগণসহ উপজেলার শাখার সহযোগী সংগঠন গুলোর সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এসময় ডেপুটি স্পিকার অ্যাডঃ ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোক প্রস্তুব ও এক মিনিট নিরবতা পালন করা হয়। অপরদিকে গতকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও কেক কর্তন অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাজাহান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল লতিফ প্রধান বক্তব্য রাখেন।