শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে বাঁধের কোল ঘেঁষে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৫০ টি পাইপ ও মেশিন পুড়িয়ে দিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করেন। গত বুধবার উপজেলার হোসেনপুর ইউনিয়নের কিশামত চেরেঙ্গা বাঁধ সংলগ্ন করতোয়া নদীতে দীর্ঘদিন থেকে বাঁধের কাজের কথা বলে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল একটি বালু খেকো চক্র । এ সংক্রান্ত খবর স্থানীয় সাংবাদিকরা ফলাও করে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করার পর গাইবান্ধা জেলা প্রশাসকের নজরে আসলে তার নির্দেশে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । এসময় ১’ শ ৫০ টি পাইপ, ১ টি মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম গুড়িয়ে দেয়া হয় এবং সংশ্লিষ্ট উত্তোলনকারীদের সবাইকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অপরাধে নিয়মিত মামলা দায়ের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন জানান, এ অভিযান অব্যাহত থাকবে।