সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ অগ্নিকান্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পলাশবাড়ীতে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহযোগিতায় থানা ভবন চত্ত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সাঈদ মোঃ ইমরানের নেতৃত্বে ফায়ার সার্ভিস ইউনিট সংশ্লিষ্টদের সমন্বয়ে মহড়া প্রদর্শন করা হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মতিউর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। পলাশবাড়ী থানার পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে যে কোন পরিস্থিতিতে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
এসময় একটি ড্রামের ভিতর অকটেন দিয়ে এবং একটি গ্যাস সিলিন্ডারের সাহায্যে প্রজ্বলিত অগ্নিশিখার জলন্ত আগুনের লেলিহান শিখা পদ্ধতিগত কিভাবে নিয়ন্ত্রণসহ নিভানো যায় তা প্রদর্শন করা হয়। থানা পুলিশের সদস্যরা একত্রিত হয়ে তা অবলোকন করেন।