শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ কেন্দ্রে কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে নবগঠিত পলাশবাড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ইভিএমের মাধ্যমে এই নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও তার আগ থেকেই ভোটাররা ঘন কুয়াশা উপেক্ষা করে ব্যাপক উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে যান। কিন্তু ইভিএম সম্পর্কে নিরক্ষর গ্রামাঞ্চলের সাধারণ ভোটারদের সুস্পষ্ট ধারণা না থাকায় ভোট প্রদানে তাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়। ফলে ভোট প্রদানের গতি অত্যন্ত মন্থর হওয়ায় রোদহীন শীতার্ত কুয়াশার মধ্যে ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হয়। তবে এ খবর লেখা পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে গোলযোগ বা কারচুপির খবর পাওয়া যায়নি।