বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ের সৈয়দ পাজার সামনে সোমবার রাতে রংপুরগামী একটি মালবোঝাই মিনি ট্রাকের চাপা পড়ে খায়রুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত খায়রুল ইসলাম সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া (সদ্দারপাড়া) গ্রামের মৃত খেজের উদ্দিনের ছেলে।
পলাশবাড়ি থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুরগামী একটি মালবোঝাই মিনি ট্রাক পথচারি খায়রুল ইসলামকে চাপা দিলে তার বাম পা থেতলে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সাথে সাথেই উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাইরুল ইসলাম বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের নিয়মিত দোতরা বাদক ও কন্ঠ শিল্পী এবং গাইবান্ধা জেলা মটর ট্রাক শ্রমিক ইউনিয়ন (ধাপেরহাট বাসস্ট্যান্ড) এর চেইন মাস্টার ছিলেন।