সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ি উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রতগামী এক নৈশকোচের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহ¯পতিবার সকালে ঘন কুয়াশার মধ্যে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কের ডাকঘর মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী।
নিহতরা হলেন-গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট দুর্গাপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শামীম আহমেদ (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) ও তার স্বামী শাকিল আহমেদ (৩৫) এবং অটোরিকশা চালক নুরুল ইসলাম (৪৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ডাকঘর-মাঝিপাড়া সাঁকোয়া এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী শানেখোদা পরিবহনের একটি নৈশকোচ অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ অটোরিকশা যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় অটোরিক্সা চালক নুরুল ইসলামকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে অপর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।