শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০২:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ি সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নাদিম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। পলাশবাড়ি থানা পুলিশ খবর পেয়ে গতকাল সকালে মহদীপুর ইউনিয়নের গড়েয়া ব্রিজ নামক স্থানে সড়কের উপর থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে পলাশবাড়ি উপজেলার বাসুদেবপুর গ্রামের আশরাফ আলীর ছেলে এবং যাত্রীবাহি বাসে হেলপারের কাজ করতো বলে জানা গেছে।
পুলিশ জানায় , ওই কিশোর গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়। পুলিশ ধারণা করছে গাড়ির দরজায় দাঁড়িয়ে থাকার অবস্থায় ব্রিজ পার হওয়ার সময় ঝাঁকিতে সে রাস্তায় ছিঁটকে পড়ে এবং ওই গাড়ির চাকার নিচেই পিষ্ট হয়।