রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি সেক্টরে সরকারে ভূর্তুকী দেয়ায় উৎপাদন বেড়েছে। ফলে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পন্নতা অর্জন করেছে। তিনি গতকাল উপজেলা যুব লীগের তত্তাবধায়নে সাঘাটা উপজেলা পরিষদ চত্ত্বরে অনলাইনে ভিডিও বার্তায় বৃক্ষ রোপন ও মাক্স কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা কৃষি অফিসার ছাদেকুজ্জামান, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা যুব লীগের সাধারণ সম্পদক নাছিরুল আলম স্বপন ও বিভিন্ন উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার নানা সীমাবদ্ধতা নিয়েও দিনরাত কাজ করে যাচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে অর্থনীতির চাকা সচল রাখার আহবান জানান।