রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলায় সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে আরমান বাশফোর (৩৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মী মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরুণ ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) এ কর্মসূচির আয়োজন করেন।
এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতোষ রায়, জেলা সভাপতি রাজেশ সন্তোষ বাসফোর, জেলা সাধারণ সম্পাদক রাজেশ বাসফোর, সদর উপজেলা সভাপতি দিলীপ রবিদাস প্রমুখ।