সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পদক্ষেপের উদ্যোগে সদ্যপ্রয়াত দেশবরেণ্য নাট্যকার, অভিনেতা ও সংগঠক মান্নান হীরা স্মরণে ‘যেতে নাহি দেবো’ শীর্ষক নাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত মঙ্গলবার রাতে সংগঠনের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাদিকুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাখোয়াত হোসেন বিপ্লব এবং বক্তব্য রাখেন পদক্ষেপের সাধারণ সম্পাদক কেএম মোকাররম হোসেন সাদি প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আলাল আহমেদ।
অনুষ্ঠানে মান্নান হীরা রচিত অন্যতম পথ নাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মঞ্চস্থ হয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ নেন পদক্ষেপের বিশ্বজিত কুমার, শামীম, আশিক, লাকি, শামিম, জিম ও মীম, শামিম। নাট্য নির্দেশনায় ছিলেন আলাল আহমেদ। এছাড়াও কবিতা আবৃত্তি, সংগীত এবং নৃত্যে অংশ নেন কবি সোহেল রানা, রেঁনেসা করিম, মিশকাত আনজুম প্রথা, রদিয়া ইফাত লাবিবা, সানজিদ, মিষ্টি শাহরিয়ার, আব্দুল মুনতাকিন, মোঃ মোজাম্মেল হক বাপ্পী, আনিছুর রহমান আরিফ। এছাড়া যন্ত্রে ছিলেন- শাহরিয়ার অমিত, ছিম, মোকাররম হোসেন ছাদী, আরিফ ও সন্তু।