শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা শহরের রাস্তাগুলো দুরূহ হয়ে উঠেছে পথচারীদের জন্য। ফলে এখন হেঁটে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আগে রাস্তার মোড়ে মোড়ে যানবাহনের স্ট্যান্ড ছিল। এখন গোটা রাস্তা জুড়েই যেখানে সেখানে যানবাহনের স্ট্যান্ড, বিশেষ করে ব্যাটারি চালিত ইজি বাইকের সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় চালকরা রাস্তায় নিজেদের ইচ্ছেমতো স্ট্যান্ড গড়ে তুলেছে। এতে হেঁটে চলাচল করতে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যে কোনো জেলা শহরের তুলনায় গাইবান্ধায় ইজি বাইকের সংখ্যা অনেক বেশি। অনেক পথচারিরা বলেন, বেকার সংখ্যা দিনদিন বেড়ে যাওয়ায় বেকার যুবকরা ইজিবাইক চালিয়ে কর্মসংস্থানের চেষ্টা করছেন। এ কথা যেমন ঠিক, তেমনি শহরের রাস্তায় স্ট্যান্ড গড়ে তোলার ক্ষেত্রেও কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা করা হচ্ছে না। কর্তৃপক্ষেরও তেমন নজর নেই। ফলে হেঁটে চলাচল করা পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। আর তাই নিয়ে ইজিবাইক চালকদের সাথে পথচারীদের বচসা হচ্ছে। এছাড়া প্রায় প্রতিদিনই পথচারীরা ছোট ছোট দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পথচারীরা।