সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার প্রায় শত বছর বয়সী বৃদ্ধ ভোলা মিয়া রুজিরোজগারের কোন উপায়ন্তু না থাকায় অবশেষে বেছে নিয়েছিল পত্রিকা বিক্রেতা (হকার)। সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের বাসিন্দা ভোলা মিয়া তার জমিজমা না থাকায় বাঁচার তাগিদে বেঁছে নেয় পত্রিকা বিক্রয়। পত্রিকা হকারি করে ৫/৬ জন ছেলে মেয়ে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু ভাগ্যের পরিহাস ছেলেমেয়েরা বিবাহের পর তাঁরা তাদের জীবকা নির্বাহের পথ বেঁছে নেয়। এমতাবস্থায় অসহায় দিশেহারা হয়ে পড়ে ভোলা মিয়া। দৈনন্দিন পত্রিকা বিক্রয় করে লভ্যাংশের টাকা দিয়ে কোন মতে জীবিকা নির্বাহ করতেন। নিন্তু ভাগ্যের কি পরিহাস, তিনি অসুস্থ্য প্যারালাইসিস হয়ে থাকেন দীর্ঘদিন। বিভিন্ন লোকের সাহায্য সহযোগীতায় সুস্থ্য হয়ে উঠলেও হাতের ছড়ি ছাড়া সে চলতে পারে না। এক হাতে লাঠিতে ভর দিয়ে অন্য হাতে পত্রিকা নিয়ে প্রতিদিন পায়ে হেঁটে বিক্রয় করতে হয় পত্রিকা। এভাবে চলা কত যে কষ্ট তা কেউ অনুভব করেন না। সরকারী-বেসরকারীভাবে প্রতিবন্ধীদের চলার জন্য ব্যাটারী চালিত অটোরিক্সা অনেকেই দান করলেও তা ভোলা মিয়ার ভাগ্যে জোটে নি।
পত্রিকা হকার ভোলা মিয়া জানান- শেখ হাসিনা সরকার অসহায় অসচ্ছল ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির বাহক। তাঁর আকুতি বর্তমান সরকার ও ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি’র নিকট একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ক্রয় করে দিলে পত্রিকা বিক্রয় করে সে জীবিকা নির্বাহ করতে পারবে।