রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, আগামী ২১ মার্চ গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে ছাত্রলীগ নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আওয়ামী লীগ সরকারে উন্নয়নের মহাসড়ক বইছে, এটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে নৌকার বিজয় নিয়ে সবাইকে ঘরে ফিরতে হবে।
গতকাল শনিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে নৌকা প্রতীক প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির পক্ষে নির্বাচনী ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল নাহিয়ান খান জয় আরও বলেন, নির্বাচনের নামে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে ছাত্রলীগ তা কঠোর ভাবে মোকাবেলা করবে। স্বাধীনতার প্রতীক নৌকার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কেউ ঠেকাতে পারবে না।
সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপনের উপস্থাপনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, গাইবান্ধা-৩ আসনের নৌকা প্রতীক প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু প্রমূখ।