শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামে নেশার টাকা না পেয়ে মা খাতিজা বেগমকে হত্যার ঘটনায় মাদকাসক্ত ছেলে সাজ্জাদুল হক শাওন (২৯) কে গ্রেফতার করেছে র্যাব। মাকে হত্যার পর শাওন পালিয়ে যায়। পরে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে পাকা রাস্তা থেকে গাইবান্ধা র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।
ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুস সাদেকের ছেলে শাওন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরণের মাদকে আসক্ত। গত সোমবার রাতে শাওন তার মায়ের কাছে নেশা দ্রব্য কেনার জন্য টাকা চায়। টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে তার মা খাতিজা বেগমকে এলোপাথারি মারপিট করতে থাকে। এ সময় বাঁধা দিতে গেলে তার বাবাকেও মারপিট করে শাওন। চিৎকারে স্থানীয় লোকজন সেখানে গিয়ে আহত অবস্থায় খাতিজা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার গভীর রাতে খাতিজা বেগম মারা যান। এব্যাপারে গাইবান্ধা সদর থানায় ঘাতক ছেলে শাওনের বিরুদ্ধে তার বাবা আব্দুস সাদেক গত মঙ্গলবার সকালে মামলা করেন।