শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
বাদিয়াখালি প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার গাইবান্ধা সদরের বাদিয়াখালির নুরুলগঞ্জ বাজারের একই সাইজের ২টি হাতি দিয়ে দোকানে দোকানে চাদা আদায় করা হয়েছে।
হাতি পরিচালনাকারী (মাউথ) ১৬/১৭ বছরের ২টি ছেলে ২টি হাতি নিয়ে গত বৃহস্পতিবার মাহে রমজানের ইফতারের কিছুক্ষন আগে গাইবান্ধা সদরের বাদিয়াখালী নুরুলগঞ্জ বাজারে আসে এবং চাঁদা আদায়ের জন্য হাতির মাউথ দুজন আগ পাছ করে যখন যে দোকানে নিয়ে যায় সেখানেই সজড়ে হুংকার ছাড়ে হাতিটি। এ সময়ে দোকান মালিক আতংকে পড়ে যায় এবং হাতির মাউথ বলে উঠে হাতিটি ছালাম দিয়েছে টাকা দেন। হাতির মাউথ ২/৪ টাকা দিলে নেয় না। ১০/২০ টাকার কমে ছাড়েনি। এ ভাবে প্রায় অর্ধশত দোকানে চাঁদা আদায় করতে থাকে। এসময়ে উৎসুক জনতা হাতির আশপাশ ভীড় জমায়। হাতির ছবি তোলার সময় সাংবাদিক জেনে হাতির ছবি তুলতে নিষেধ করে এবং তাদের নাম ও কোন এলাকা থেকে এ এলাকায় এসেছেন তা বলতে অস্বিকৃতি জানায়। এক পর্যায়ে তারা হাতি নিয়ে দ্রুত বাজার থেকে চলে যায়।