শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:০২ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উত্তরউল্যা (নিলকুঠি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন, সাঘাটা উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম। উপজেলা প্রকৌশল (এলজিইডি) অফিস সূত্রে জানায়, স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অর্থায়নে গোবিন্দগঞ্জ শিহাব ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৯২ লাখ টাকা ব্যয়ে এ কাজ চলছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী হারুন-অর রশীদ, ঠিকাদার শাহীনুর ইসলাম ছানা, আবু সাঈদ, প্রভাষক ও ঠিকাদার তৌহিদুল ইসলাম তৌহিদ, প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন প্রমুখ।