শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ বগুড়া, রংপুর, সৈয়দপুর গ্যাস পাইপ লাইন নির্মাণে পলাশবাড়ীর সাংবাদিকদের নিয়ে গ্যাসমিন লিমিটেডের কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত। গ্যাসমিন কোম্পানির সিনিয়র ম্যানেজার (এডমিন এন্ড এইচআর) নুরুল আমিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বগুড়া, রংপুর, সৈয়দপুর গ্যাস পাইপ লাইন নির্মাণে কাজ বাস্তবায়ন হলে অদুর ভবিষ্যতে এলাকায় কলকারখানা স্থাপন হবে। তাতে করে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, পীরগঞ্জ, রংপুর, সৈয়দপুর ও দিনাজপুরের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাশাপাশি মানুষের বেকারত্ব দূর হবে। সেই সালে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীতা ও বিচক্ষনতার কারণে আজ বাংলাদেশ বিশে^র উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে অবদান রেখে যাবে এই গ্যাস পাইপ লাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিঃ এর উপ-ব্যবস্থাপক আহসান হাবীব, সহ-ব্যবস্থাপক মনোয়ার সেলিম প্রমূখ।