সোমবার, ০৫ জুন ২০২৩, ০৪:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, সারা বিশে^ মানুষ আজ দিশেহারা করোনা ভাইরাসের কারনে। কিন্তু দেশের অর্থনৈতিক ভীত মজবুত করতে হলে অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে হবে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সকল উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করতে হবে। তিনি গতকাল জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে এক পর্য্যালোচনা সভা ও মাসিক সমন্বয় কমিটির সভায় একথা বলেন। জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতার সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ রোখছানা বেগম সহ জেলা পরিষদের অন্যান্য সদস্য গন উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র আওতায় ৬ কোটি টাকা জনসংখ্যা, দুঃস্থ্যতা ও আয়তনের ভিত্তিতে উপজেলা ওয়ারি বিভাজন করা হয়।