সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে বসে থাকা কর্মহীন মানুষের মধ্যে নাহিদ ফাউন্ডেশনের সৌজন্যে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে গত শুক্রবার বিকেলে ৬০০ জন দুঃস্থ মানুষকে ত্রাণ হিসেবে ৮ কেজি করে চাল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা রকিবুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, শহর বিএনপির যুগ্ম সম্পাদক আমান উল্যাহ চৌধুরী সাজু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হাই, সদস্য লাইলী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের বজলুল করিম রপু, জাসাস নেত্রী মাধবী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।