বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর আয়োজনে স্থানীয় শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠানরত নাহিদ গ্রুপ একাডেমি কাপ অনুর্ধ-১৫ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা ফুটবল কোচিং একাডেমি ৬-১ গোলে এসএফসিএ ফুটবল কোচিং একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় শ্যামলেন্দু বিশ্বাস বদন। এসময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় মোঃ কাদের নেওয়াজ, রহমত আলী খান, নাহিদ ফাউন্ডেশন গাইবান্ধার উপদেষ্টা মোঃ রকিবুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোঃ মজিবর রহমান, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সম্পাদক রকিবুল ইসলাম রিটন, সাবেক ক্রিকেট খেলোয়াড় ওয়াজিউর রহমান রাফেল, রকিবুল হক চৌধুরী রকিব প্রমুখ।