বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নির্যাতনের শিকার নারী-শিশুর প্রতি সহায়তা প্রদানকারী সংস্থার সাথে এক সমন্বয় সভা গতকাল ছিন্নমুল মহিলা সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও ছেলেদের সম্পৃক্তকরণের লক্ষ্যে’ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় এই সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।
ব্র্যাক গাইবান্ধা জেলা সমন্বয়কারী মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, মোদাচ্ছেরুজ্জামান মিলু, আব্দুস সালাম, মাহমুদা খাতুন, অ্যাডঃ আনিস মোস্তফা তোতন, জাহেদুল ইসলাম ঝন্টু, বিধান বাসকে, আরিফুল ইসলাম, এশমা আকতার সুইটি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, নারী ও শিশুদের সহিংসতা প্রতিরোধে মানসিকতা পরিবর্তন ও সার্বিক সচেতনতা সৃষ্টি একান্ত অপরিহার্য। তিনি এক্ষেত্রে নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, সমাজ, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে নারী ও শিশুদের সুরক্ষার বিষয়টি উঠে এলেই এক্ষেত্রে দ্রুত কার্যকর প্রতিরোধ সম্ভব।