সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিল্স ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর অধীনে সামাজিক প্রচার কর্মসূচি জেলা পর্যায়ে নারী প্রতিনিধিদের সাথে সেন্সিটাইজেশন সভা গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের (উপসচিব) ও এসইআইপির সহকারি নির্বাহী প্রকল্প পরিচালক ডঃ মোঃ মতিউর রহমান, এসইআইপি প্রকল্পের কোর্স স্পেশালিস্ট মহিউজ্জামান, গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী সাইফুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, জেলা শিক্ষা অফিসার মোছাঃ রোখসানা বেগম, পৌর কাউন্সিলর মাহফুজা খানম মিতা, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রশিদা বেগম, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ।