সোমবার, ০৫ জুন ২০২৩, ০৭:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে ২৪ আগস্টকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা কলেজিয়েট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আফরোজা বেগম লিলি, নাট্য কর্মী শাহনাজ আমিন মুন্নী, সমাজ কর্মী জাহাঙ্গীর কবির তনু, নারীমুক্তি কেন্দ্রের সংগঠক পারুল বেগম, শামিমআরা মিনা প্রমুখ। বক্তরা বলেন, ১৯৯৫ সালের ২৪ আগষ্ট দিনাজপুরে কয়েকজন পুলিশ ইয়াসমীন নামের ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে এবং নির্মমভাবে হত্যা করে। ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে আান্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে কয়েকজন মানুষকে হত্যা করে। সেই থেকে ২৪ আগষ্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়।