শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাটে সামাজিক সচেতনতার অভাবই নারীর মানবাধিকার প্রতিষ্ঠার প্রধান অন্তরায় শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার স্থানীয় রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয় মাঠের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। গাইবান্ধার নাগরিক সংগঠন জনউদ্যোগ এ প্রতিযোগিতার আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রতিযোগিতায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাশ দেবু, প্রাক্তন শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী রণজিৎ সরকার, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এটিএম শাহজালাল মিল্লাত, মোঃ আব্দুস সোবাহান, মোঃ নুরুন্নবী সরকার, শিক্ষক অঞ্জলী রানী দেবী প্রমুখ।