শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নারীর প্রতি অব্যাহত সহিংসতা, নারী হত্যা, ধর্ষণ বন্ধ করো’ এই শ্লোগাণকে সামনে রেখে সাভারের নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী আদিবাসী কিশোরী ও সিলেটের এমসি কলেজে গৃহবধু কে ধর্ষণের প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত বিচারের দাবীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। পরে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঘন্টাব্যাপী মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রিকতু প্রসাদ, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমীন, সাংগঠনিক সম্পাদক খালেদা রীটা, মাফরুহা সুলতানা, শাকিলা খাতুন প্রমুখ।