শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:৫৫ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন, গ্রামীণ হতদরিদ্র নারীদের উন্নয়ন এবং সাবলম্বী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নত জাতের গাভী পালন প্রকল্পটি চালু করেছেন। সাঘাটা উপজেলা সমবায় অফিসের উদ্যোগে মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় ভাঙ্গামোড় ও কুখাতাইড় নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড সুবিধাভোগী মহিলা সদস্যের মাঝে উন্নত জাতের গাভী পালনের জন্য ঋণের চেক বিতরণ শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। গত শনিবার উপজেলা ভাঙ্গামোড় বাজার দুস্থ্য জনকল্যাণ সংস্থার কার্যালয় থেকে এ চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সমবায় কর্মকর্তা আব্দুল কাফি, সাকিউল ইসলাম মন্ডল, লায়লা বেগম, আব্দুল আউয়াল প্রমুখ।