শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন

নারায়নপুর ঘাঘট ব্রীজের পিলারের গোড়া থেকে ২০ ফুট মাটি সরিয়ে ফেলা হচ্ছে

নারায়নপুর ঘাঘট ব্রীজের পিলারের গোড়া থেকে ২০ ফুট মাটি সরিয়ে ফেলা হচ্ছে

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর ঘাঘট ব্রীজের পিলারের গোড়া হতে প্রায় ২০ ফুট পলি পড়া মাটি কেঁটে নিয়ে বাঁধে ফেলানোর নাম করে ট্রাক্টর যোগে বাহিরে বিক্রয় করা করছে লিখন মিয়া।
জানা গেছে, ব্রীজের নিচে পূর্ব পশ্চিম পর্যন্ত পিলারের গোড়াসহ প্রায় ২০/৩০ ফুট পলি পড়েছে। বর্তমানে উক্ত ব্রীজের পাশে বাঁধ সংস্কারের কাজও চলছে। কিন্তু বাঁধ সংস্কারের দোহাই দিয়ে উক্ত পিলারের গোড়াসহ অন্যান্য স্থানের মাটি সরিয়ে ফেলার বিষয়ে ঐ এলাকার চিহ্নিত ব্যক্তি মোঃ লিখন মিয়া সাথে কথা হলে তিনি জানায়, আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার সাহেব এর অনুমতিক্রমে আমরা এই মাটি সরাচ্ছি। এদিকে ঐ এলাকার সচেতন জনগণরা বলছে উক্ত ব্রীজের পিলারের গোড়া হতে যে মাটি সড়ানো হয়েছে তাতে করে ব্রীজটি ভবিষ্যতে ঝুঁকির সম্মুখীন।
অপরদিকে উক্ত ব্রীজের পশ্চিমে ভেকু মেশিন দিয়ে সন্ধ্যার পর হতে সারারাত নদী থেকে পলি পড়া মাটি কেঁটে সাবার করার মহা উৎসব চলছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com