বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৪ পূর্বাহ্ন

নলডাঙ্গা ইউপির উপনির্বাচনের গেজেট প্রকাশের পত্র প্রেরন

নলডাঙ্গা ইউপির উপনির্বাচনের গেজেট প্রকাশের পত্র প্রেরন

নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের সীমাহীন অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের আনীত অভিযোগ প্রমানিত ও অনাস্থা ভোট গৃহিত হওয়ায় দূর্নীতিবাজ সেই চেয়ারম্যানের পদটি শূন্যতায় ওই ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষে গেজেট প্রকাশের নিমিত্তে বাংলাদেশ সরকারী মুদ্রাণালয়ে পত্র প্রেরন করা হয়েছে।
গতকাল সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত প্রেরিত পত্রে এ তথ্য জানা যায়।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ লুৎফর রহমান পত্র প্রেরনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ২নং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য ঘোষনা করেছেন।
এ কারনে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য ইউনিয়ন, উপজেলার নাম, চেয়ারম্যানের নাম ঠিকানা, নারী পুরুষ ভোটার সংখ্যা, কেন্দ্র সংখ্যা সহ যাবতীয় তথ্যাদি উল্লেখ করে ইতিমধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অবগত করে তাদের পৃথক পৃথক ভাবে চিঠি দেয়া হয়েছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com