শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন ষষ্ঠধাপে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শপথ গ্রহণ করেছে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররা। এ ইউপি’র প্রথম সভায় চেয়ারম্যানকে মোটরসাইকেল উপহার দিয়েছে এলাকাবাসী। একই সঙ্গে তিনজন নারী সদস্যা পেয়েছেন বোরকা। গতকাল বুধবার সকালে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।
অত্র ইউপি চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আব্দুল গফুর। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা।
জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোলজার হোসেন, আব্দুল হামিদ আকন্দ, তাহসিন মিয়া, মহির ব্যাপারী, ফারুক মোল্লা, জয়নাল আবেদীন, ইসমাইল হোসেন, ইলিয়াস আহমেদ জুয়েল, শাহাদৎ হোসেন বেলাল, দুলা মিয়া, আবুল বাশার, মিয়া হাফিজ প্রমুখ।