শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার খামার দশলিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অবৈধভাবে ৪টি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় কাপড় ব্যবসায়ী নজরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
গত ৩ আগষ্ট দিন দুপুরে এসব গাছ কাটা হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গত শুক্রবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা অভিযোগ করে বলেন, উপজেলার খামার দশলিয়া গ্রামের কাপড় ব্যবসায়ী নজরুল ইসলাম আনুমানিক ৩০/৪০ হাজার টাকা দামের ৪টি রেইনট্রি গাছ কেটে বাড়িতে নিয়ে যান। বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষকে তাৎক্ষনিক ভাবে জানানো হয়। কিন্তু অধ্যক্ষ জয়নাল আবেদীন গত ১৫ দিনেও এ ব্যাপারে কোন কার্যকরি ব্যবস্থা নেননি। বরং তিনি স্থানীয় একটি প্রভাবশালী কুচক্রি মহলের প্রভাবে প্রভাবিত হয়ে গোপনে ঘটনাটি মিটমাট করার জন্য মরিয়া হয়ে উঠছেন।