সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় দ্বাদস সংসদ নির্বাচনের তফশীল বিরোধী বিএনপির মিছিল থেকে ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠন সদ্য ঘোষিত দ্বাদশ সংসদ নির্বাচনের তফশীল বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বন্দরের গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিন করে বাজারে অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিক্ষুব্ধ মিছিলকারীরা আওয়ামীলীগের ইশারায় নাটকীয় অবৈধ তফশীল বাতিলসহ সরকার বিরোধী মিছিল দিতে থাকে। এরইমধ্যে পুলিশ মিছিলে ধাওয়া করে বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করে। আটককৃতরা হলেন, ওই এলাকার খুসবু, বেলাল হোসেন, আউয়াল মিয়া ও শামীম মিয়া।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা সকলেই স্থানীয় বিএনপির নেতাকর্মী। পরেরদিন আটককৃতদের নাশকতার মামলায় পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।