রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৪৩ অপরাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় বাড়ি থেকে মোটর সাইকেল চুরির ঘটনা সংঘটিত হয়েছে। গত সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার নলডাঙ্গা দশলিয়া গ্রামের তাজুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। মোটর সাইকেল মালিক তাজুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় ব্যবহৃত ১১০ সিসি লাল রংয়ের ডিসকভার মোটর সাইকেল খানা শয়ন ঘরের পার্শ্বের রুমে রেখে তালা দিয়ে ঘুমায়। ঘটনার রাতে কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল রুমের তালা ভেঙ্গে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে চম্পট দেয়।
উল্লেখ্য, এর আগে গত ২৯ ডিসেম্বর ওই বাড়ির পাশেই সাংবাদিক শাহিনের বড় ভাইয়ের কুলখানি অনুষ্ঠান তার খালতো ভাইয়ের ডিসকভার কালো রংয়ের মোটর সাইকেল দিন দুপুরে চুরি হয়ে যায়। এ ব্যাপারে তাৎক্ষনিক ভাবে সাদুল্লাপুর থানায় একটি জিডি করা হয়। কিন্তু প্রায় ৩ মাস অতিবাহিত হলেও আজও ওই চুরি যাওয়া মোটর সাইকেলটি পুলিশ উদ্ধার করতে পারেনি। এদিকে আড়াই মাসের ব্যবধানে পরপর দুটি মোটর সাইকেল চুরি,গরু ছাগল ও ছিচকে চুরির ঘটনা আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এমতবস্থায় ওই এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।