সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৬ অপরাহ্ন

নলডাঙ্গায় পুলিশের নিরব ভুমিকায় মোটর সাইকেল চুরির হিঁড়িক

নলডাঙ্গায় পুলিশের নিরব ভুমিকায় মোটর সাইকেল চুরির হিঁড়িক

নলডাঙ্গা (সাদুল্লাপুর ) সাদুল্লাপুরঃ উপজেলার নলডাঙ্গায় আশঙ্কাজনক ভাবে মোটর সাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ৩ থেকে ৪ মাসের ব্যবধানে রাতে ও দিনদুপুরে ৪ টি মোটর সাইকেল চুরির ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তুু এ পর্যন্ত চুরি যাওয়া একটি মোটর সাইকেলও উদ্ধার করতে পারেনি পুলিশ। বিদ্যমান এ পরিস্থিতিতে সর্বত্রই মোটর সাইকেল চুরির আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ সংঘটিত এসব চুরির ঘটনা নিয়ে পুলিশের তেমন কোন তৎপরতা না থাকায় দিন দিন আশঙ্কাজনক ভাবে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
জানা গেছে, গত বছরের ২৯ ডিসেম্বর উপজেলার প্রতাপ গ্রামে সাংবাদিক শাহিনের বড় ভাইয়ের কুলখানী অনুষ্ঠান থেকে তার খালাতো ভাইয়ের ডিসকভার-১১০ কালো রংয়ের একটি মোটর সাইকেল চুরি হয়। এরপর চোর চক্র গত ২২ মার্চ গভীর রাতে একই গ্রামের তাজুল ইসলামের বাড়ির প্রাচীর টপকিয়ে ঘরের তালা ভেঙ্গে ডিসকভার- ১১০ কালো লাল রং মিশ্রিত একটি মোটর সাইকেল চুরি করে নির্বিঘেœ সটকে পড়ে। আবার কিছুদিন যেতে না যেতেই ওই ইউনিয়নের মান্দুয়ারপাড়া গ্রামের আজাদুল ইসলামের ব্যবহূত ডিসকভার-১১০ কালো রংয়ের মোটর সাইকেলটি মান্দুয়ারপাড়া জামে মসজিদের সামনে রেখে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করেন। এরই মধ্যে দুর্ধর্ষ চোরের দল সুকৌশলে তার মোটর সাইকেলটি নিয়ে চম্পট দেয়। সর্বশেষ গত বুধবার রাতে একই ইউনিয়নের দশলিয়া গ্রামের হার্ডওয়ার ব্যবসায়ী মিজানুর রহমান নলডাঙ্গা স্টেশন জামে মসজিদে তারাবীহ নামাজ আদায়ের জন্য মসজিদের সামনে তার ডিসকভার-১৩৫ কালো ব্লু রং সংমিশ্রিত মোটর সাইকেলটি রেখে নামাজ আদায় করার জন্য মসজিদে ঢোকেন। এরইধ্যে অনুরূপ কৌশলে চোরের দল ওই মোটর সাইকেলটি চুরি করে নিয়ে দ্রুত সটকে পড়ে। তবে এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগিরা জানান, তাৎক্ষনিক ভাবে সংঘটিত এসব চুরির ঘটনা থানা পুলিশ কে অবগত করে জিডি করা হয়। জিডি সুত্রে পুলিশ শুধুমাত্র দায়সারা গোচের তদন্ত করে। এরপর চুরি যাওয়া এসব মোটর সাইকেল গুলো উদ্ধারে তেমন কোন তৎপরতা দেখা যায়নি। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদ রানা বলেন, পুলিশ এরূপ চুরির ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com