শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সরকারী নির্দেশনা ও পরিবেশ নীতি মালা লঙ্ঘন করে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া গ্রামের ইটভাটা সংলগ্ন লুৎফর রহমানের পুকুর খননের মাটি অবৈধ যান কাঁকড়া যোগে প্রকাশ্যে ইটভাটায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,খননকৃত পুকুরটির চারিদিকে কৃষি জমি,বাড়িঘর ও অসংখ্য গাছপালা রয়েছে। এ অবস্থায় এক্সকেভেটর মেশিন দিয়ে পুকুরটি খনন করায় আশে পাশের ঘরবাড়ি,ফসলী জমি ও গাছপালা ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকার সচেতন মহল। স্থানীয়দের অভিযোগ, পুকুর মালিক লুৎফর রহমান টাকার বিনিময়ে পুকুরের মাটি বিক্রয় করে গত ২ দিন থেকে ওই পুকুর থেকে অবৈভাবে এক্সকেভেটর মেশিন দিয়ে মাটি তুলে তা দেদারচ্ছে ১০/১২ টি যন্ত্রদানব কাঁকড়া বোঝাই করে পার্শ্ববর্তী সুন্দরগজ্ঞ উপজেলার কে,এম,এন নামের একটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের এক ব্যক্তি বলেন, ভাটা মালিক ও পুকুর মালিক গোপনে বিশেষ চুক্তিতে কৌশলে আইনপ্রয়োগ কারী সংস্থার চোখে ফাঁকি দিয়ে ও তাদের ভয়ে এসব কাঁকড়া ওই পুকুরের মাটি বোঝাই করে বেপরোয়া গতিতে নির্বিঘেœ তড়িঘড়ি করে ইটভাটায় পৌঁছে দিচ্ছে। বিরাজমান এ পরিস্থিতিতে যে কোন মুহুর্তে মারাত্মক দূর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।