শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন
নলডাঙ্গা ( সাদুল্লাপুর ) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মধ্যবয়সী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বিকাল আনুমানিক ৪ টার সময় উপজেলার নলডাঙ্গা রেলষ্টেশনের নব্বই একানব্বই রেল গেটের মধ্যবর্তী স্থানে এ ঘটনাটি ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরনে সাদা পাজ্ঞাবি ও ফুল হাতা লাল সবুজ রংয়ের গেজ্ঞি পরিধান ছিল। নলডাঙ্গা রেলষ্টেশনের ৯১ নং রেল গেটের দায়িত্বরত গেইটকিপার মহিবুল হাসান ও প্রত্যক্ষদর্শীরা জানান , লালমনিরহাট থেকে আগত পদ্মরাগ ট্রেনটি সান্তাহার অভিমুখে যাওয়ার সময় নিহত ব্যক্তি ট্রেনের সামনে গিয়ে হাত তুলে দাড়িয়ে থাকে। এতে ট্রেনে কেটে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিছিন্ন হয়ে যায়। ফলে নিহতের লাশ কেউ সনাক্ত করতে পারছেন না। গাইবান্ধা রেলওয়ের তদন্ত কেন্দ্রের ইনচার্জ কায়কোবাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি মানসিক রোগি হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আর যেহেতু নিহতের কোন পরিচয় মিলছে না সেহেতু লাশের ময়না তদন্ত করা হবে।