শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত লাভলী খাতুন (২৫) অবশেষে মৃত্যুর সাথে ৮ দিন লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
গত শনিবার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত লাভলী খাতুন উপজেলার প্রতাপ গ্রামের ফল ব্যবসায়ী লাল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, গত ৯ জানুয়ারী নলডাঙ্গা রেল ষ্টেশনের অদুরে দক্ষিনের সাড়ে তিন রেলের মাঝে সান্তাহার থেকে আগত পঞ্চগড়গামী চলন্ত ৭ আপ মেইল ট্রেনের ধাক্কায় লাভলী খাতুন রক্তাত্ত জখম হন।
পরে উপস্থিত লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। মৃতার বাবা লাল মিয়া বলেন, লাভলী একজন মৃগী রোগি। অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করা যায়নি। এ অবস্থায় মস্তিস্ক বিকৃত হয়ে সে সারাদিন পাগলের মত বিভিন্নস্থানে ঘোরাঘুরি করে বেড়াতো। ঘটনার দিন সে বাড়ির সামনে রেল লাইনের ধার দিয়ে হাঁটাহাঁটি করার সময় এ দূর্ঘটনার শিকার হন।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আর্থিক সচ্ছলতার অভাবে মৃত লাভলীকে তার পরিবার উন্নত চিকিৎসা করাতে না পেরে নিজ বাড়িতে স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হচ্ছিল বলে তিনি জানান।