সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:৫৬ পূর্বাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় সাংবাদিক শাহিনের মরহুম বড় ভাইয়ের কুলখানী অনুষ্ঠানের নিমন্ত্রিত অতিথি সেজে তার নিকটত্মীয় জুয়েল মিয়া নামের এক ব্যক্তির মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার বিকাল আনুমানিক ৩টার সময় সাংবাদিক শাহিনের উপজেলার কাটা প্রতাপ পুরান বাড়িতে অনুষ্ঠিত কূলখানীস্থল থেকে চুরির এ ঘটনাটি ঘটে। জুয়েল মিয়া সুন্দরগজ্ঞ উপজেলার মজুমদার হাটের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
তিনি জানান, আমার মরহুম খালাতো ভাইয়ের কুলখানী অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার জন্য যায় । এ সময় আমার ব্যবহুত ১২৫ সিসি ডিসকভার কালো রংয়ের মোটর সাইকেল খানা বাহির আঙ্গিনায় হ্যান্ডেল লক করে রেখে ভিতর আঙ্গনিায় খাইতে যায়।
এরইধ্যে সুযোগ সন্ধানী চোর চক্র অনুষ্ঠানে সবার ব্যস্ততার সুযোগে উপস্থিত শতশত নারী পুরুষের চোখে ফাঁকি দিয়ে মুহুর্তের মধ্যে মোটর সাইকেল চুরি করে নিয়ে সটকে পড়ে।