সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
শিক্ষা ব্যাবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রীর -মাহমুদ হাসান রিপন এমপি সুন্দরগঞ্জে সাব প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের বেহালদশাঃ গ্রাম গঞ্জে পশু ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি গাইবান্ধায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ কলেজপাড়ায় পৌর নাগরিকদের সভা নলডাঙ্গায় নবীন ও বসন্ত বরণ অনুষ্ঠান গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষক-কর্মচারী আটক দারিয়াপুরে বাম জোটের সমাবেশ অনুষ্ঠিত

নলডাঙ্গায় কুলখানী থেকে মোটর সাইকেল চুরি

নলডাঙ্গায় কুলখানী থেকে মোটর সাইকেল চুরি

নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় সাংবাদিক শাহিনের মরহুম বড় ভাইয়ের কুলখানী অনুষ্ঠানের নিমন্ত্রিত অতিথি সেজে তার নিকটত্মীয় জুয়েল মিয়া নামের এক ব্যক্তির মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার বিকাল আনুমানিক ৩টার সময় সাংবাদিক শাহিনের উপজেলার কাটা প্রতাপ পুরান বাড়িতে অনুষ্ঠিত কূলখানীস্থল থেকে চুরির এ ঘটনাটি ঘটে। জুয়েল মিয়া সুন্দরগজ্ঞ উপজেলার মজুমদার হাটের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
তিনি জানান, আমার মরহুম খালাতো ভাইয়ের কুলখানী অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার জন্য যায় । এ সময় আমার ব্যবহুত ১২৫ সিসি ডিসকভার কালো রংয়ের মোটর সাইকেল খানা বাহির আঙ্গিনায় হ্যান্ডেল লক করে রেখে ভিতর আঙ্গনিায় খাইতে যায়।
এরইধ্যে সুযোগ সন্ধানী চোর চক্র অনুষ্ঠানে সবার ব্যস্ততার সুযোগে উপস্থিত শতশত নারী পুরুষের চোখে ফাঁকি দিয়ে মুহুর্তের মধ্যে মোটর সাইকেল চুরি করে নিয়ে সটকে পড়ে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com