শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর ) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় মাথার খুলি ও চক্ষুবিহীন শারীরিক নানা অঙ্গ বিকৃত অদ্ভুত আকৃতির একটি কন্যা সন্তান ভুমিষ্ট হয়েছে।
গত শনিবার দুপুরে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া গ্রামের খলিল মিয়ার মেয়ে খতেজা বেগম তার পিত্রালয়ে স্বাভাবিক ভাবে ওই নবজাতক কন্যার জন্ম দেন। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত নবজাতক ও প্রসূতি মা সুস্থ আছেন।
প্রসূতি খতেজা বেগম একই উপজেলার পার্শ্ববর্তী নলডাঙ্গা কলেজ পাড়ার সুমন মিয়ার স্ত্রী।
এই দম্পতি জানান,এটি আমাদের প্রথম সন্তান। গর্ভের এই সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন আর আশা ছিল। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন সন্তান দিবে কখনো ভাবতে পারিনি। আজ আমাদের সব আশা নিমিষেই যেন গুড়ে বালি হয়ে গেলো।