সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান কালেক্টরেট সম্মেলন কক্ষে গতকাল শনিবার জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তাদের পরিচয় তুলে ধরেন। সভায় গাইবান্ধা জেলার সম্ভাবনাময় উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রবিউল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম, সহকারি কমিশনার নাজির হোসেন উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, দেশটিভির অমিতাভ দাশ হিমুন, দৈনিক জনসংকেত পত্রিকার স¤পাদক দীপক কুমার পাল, মাছরাঙ্গা টিভির সিদ্দিক আলম দয়াল, প্রথম আলোর শাহাবুল শাহিন তোতা, চ্যানেল ২৪ এর আসাদুজ্জামান মামুন, সমকালের উজ্জল চক্রবর্ত্তী, দৈনিক আমাদের সময়ের খায়রুল ইসলাম, দৈনিক মানবকণ্ঠের এবিএম ছাত্তার, আরটিভির জান্নাতুল ফেরদৌস জুয়েল, সাংবাদিক শাহীন নুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গাইবান্ধার বালাসীঘাট-বাহাদুরাবাদের মধ্যে রেলপথ, টানেল ও সড়ক সেতু নির্মাণ, বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, যানবাহন চলাচলে নিশ্চিত করণে ট্রাক্টর (কাঁকড়া) বন্ধ, কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি কর্মকর্তাদের আবাসন নির্মাণ, গাইবান্ধাকে কৃষি ভান্ডার রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণসহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।