শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে নদী ভাঙ্গন হতে রক্ষা প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সুন্দরগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা কামারজানী বন্দরে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ গাইবান্ধা-২ আসনের এমপি মাহবুব আরা বেগম গিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, সুন্দরগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার প্রমুখ। সভাপতিত্ব করেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুল রহমান। এর আগে গাইবান্ধা জেলার সদর ও সুন্দরগঞ্জ উপজেলার গোঘাট ও খানাবাড়ীসহ পার্শ্ববর্তী এলাকা যমুনা নদীর ডানতীরের ভাঙ্গন হতে রক্ষা শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। শেষে প্রকল্প এলাকা পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এ প্রকল্পের আওতায় গাইবান্ধা সদরের কামারজানী এলাকায় এক হাজার মিটার, সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুরে এক হাজার ৬০০ মিটার, লালচামারে এক হাজার ২০০ মিটার, কাপাসিয়ায় ৮০০ মিটার, হরিপুরে ৫৫০ মিটার ও ছয়ঘড়িয়ায় ৬০০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজ করা হবে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পূণরাকৃতি করণ হবে ১৮ কিলোমিটার। কাজ বাস্তবায়ন করবেন গাইবান্ধা পওর বিভাগ পাউবো।