মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ অপরাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শাহ আজগর আলী ডিগ্রী কলেজে চুরি সংঘটিত হওয়ায় কলেজ পরিচালনা পর্ষদ কলেজে দায়িত্বরত দু’জন নৈশ্য প্রহরীকে সাময়িক বরখাস্ত করেছেন।
জানা গেছে, গত সোমবার রাতে সংঘবদ্ধ চোরেরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষ, উপধ্যাক্ষের কক্ষ ও অফিস কক্ষের দরজা ভেঙ্গে ৮টি ষ্টিল আলমারীর তালা ভেঙ্গে ঘন্টাকাল ব্যাপী চুরির তান্ডব চালায় এবং অফিসের বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে চলে যায়। কিন্তু এসময় কলেজে দায়িত্বরত নৈশ্য প্রহরীগন কেউ উপস্থিত ছিলনা। এমন অভিযোগ করেছেন কলেজের অধ্যক্ষসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করেন। এ নিয়ে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শাহ মোহাম্মদ আলী তাৎক্ষনিক এক জরুরি সভার আয়োজন করেন। ঐ জরুরি সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক ঘটনার রাতে দায়িত্বে থাকা নৈশ্য প্রহরী মোঃ সাহেব আলী ও মুকুল মিয়াকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ আলেক উদ্দিন। তিনি জানান, চুরির ঘটনা নিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারন ডায়েরী করা হয়েছে।