শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
শিক্ষা ব্যাবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রীর -মাহমুদ হাসান রিপন এমপি সুন্দরগঞ্জে সাব প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের বেহালদশাঃ গ্রাম গঞ্জে পশু ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি গাইবান্ধায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ কলেজপাড়ায় পৌর নাগরিকদের সভা নলডাঙ্গায় নবীন ও বসন্ত বরণ অনুষ্ঠান গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষক-কর্মচারী আটক দারিয়াপুরে বাম জোটের সমাবেশ অনুষ্ঠিত

ধাপেরহাট ফিল্মী ষ্টাইলে কলেজ ছাত্রী অপহরনঃ ১দিন পর উদ্ধার

ধাপেরহাট ফিল্মী ষ্টাইলে কলেজ ছাত্রী অপহরনঃ ১দিন পর উদ্ধার

ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট থেকে ফিল্মী স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরন করে নিয়ে গেছে বখাটেরা। পুলিশ ১দিন পর অপহৃতা আয়শা সিদ্দিকা আখি আক্তারকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৬নং টুকুরিয়া ইউনিয়ন এলাকা থেকে উদ্ধার করলেও ওই বখাটেদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই কলেজ ছাত্রী সহপাঠিদের সাথে প্রাইভেট পড়তে যাবার সময় পথিমধ্যে ইসলামপুর তালের দিঘী নামক স্থান থেকে তার সহপাঠিদের মারপিট করে জোর পুর্বক সাদা রংগের মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে কলেজ ছাত্রী আখি আক্তারকে।
এসময় আখি আক্তার ও তার সহপাঠিদের চিৎকারে লোকজন এগিয়ে এসেও বখাটেদের দাপটে কেউ কথা বলার সাহস পায়নি। ফিল্মী ষ্টাইলে ঐ কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গেছে পীরগঞ্জ উপজেলার বাজে কাসিমপুর গ্রামের মৃতঃ শাহাজাহান ডাক্তারের পুত্র বখাটে আরমান ও তার সঙ্গীরা। ওই কলেজ ছাত্রীর সহপাটিরা ৯৯৯ লাইনে ফোন দিলে সাথে সাথে পুলিশ ভিকটিম উদ্ধারে মাঠে নামেন। অবশেষে অপহরনের ১দিন পর আখি নিজেই কৌশলে অপহরন কারীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পরিবারের লোকজনের কাছে ফোন দেয়। আখির পিতা দ্রুত পীরগঞ্জের ৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে নব নির্বাচিত চেয়ারম্যানের সহযোগিতায় তার কন্যাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। আখির পরিবার জানান, গত ২৭ ফেব্রুয়ারী রবিবার সকাল ৮ টার দিকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট মোংলা পাড়া গ্রামের জনৈক শিক্ষকের কন্যা, কলেজ পড়ুয়া ছাত্রী প্রতিদিনের ন্যায় তার দু বান্ধবীসহ অটোভ্যান যোগে ধাপের হাট বন্দরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়,পথিমধ্যে ইসলামপুর নামক স্থানে ফাঁকা রাস্তায় অপরিচিত দু’জন লোক মটর সাইকেল নিয়ে তাদের গতিরোধ করে, তাদের গতিবিধি সন্দেহজনক হলে অটোচালকের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এসময় পিছন থেকে একটি সাদা রংগের মাইক্রোবাসে বখাটে আরমানসহ ৭/৮ জন যুবক এসে সহপাঠি/বান্ধবীদের মারপিট করে আখিকে জোরপুর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে ধাপেরহাট অভিমুখে চলে যায়, ঘটনার প্রত্যাক্ষদর্শী আখির বান্ধবী জানান, আমরা সবাই চিল্লাচিল্লি করেছি আখি বাচাও বাচাও বলেছে অটোচালক অপহরনকারীদের বাধা দিয়েছে, কোন বাধায় কাজ হয়নি আমাদেরকে মার পিট করে ভয়ভীতি দেখিয়ে আখিকে তুলে নিয়ে গেছে। আমরা উপায়ন্তর না ৯৯৯ লাইনে ফোন করেছি, ততক্ষনে তারা আমাদের বান্ধবীকে তুলে নিয়ে চলে গেছে। নাম প্রকাশ না করার শর্তে আখির অপর বান্ধবী জানান, আমাদের নিরাপত্তা কোথায়, এত লোকের সামনে প্রক্যাশে দিনে দুপুরে বখাটেরা আমাদের বান্ধবীকে তুলে নিয়ে গেলেও কেউ আমাদের রক্ষা করতে এগিয়ে আসেনি। আখির মা জানিয়েছেন পীরগঞ্জের আরমান আমার মেয়েকে অপহরন করেছে। ইতিপুর্বেও ঐ বখাটে আরমান আমার মেয়েকে জিম্মী করে বিয়ের নাটক সাজিয়ে ছিলো অনেক কষ্টে আমার মেয়েকে সেখান থেকে মুক্ত করে এনে কলেজে ভর্তি করে দিয়েছি কিন্ত ঐ আরমান আবার পুনরায় এ ঘটনা ঘটিয়েছে। আমি তার বিচার চাই, তদন্তকারী অফিসার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক জানান, ভিকটিমকে উদ্ধার করে পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের জানিয়েছেন। অপহরনের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com