শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট আলীনগর গ্রামে গত রবিবার রাতে ১১ বছর বয়সি শিশু কন্যা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসি জানান, ঐ গ্রামের জনৈক্য ব্যক্তির কন্যা নানার বাড়ীতে থেকে লেখা পড়া করতো। ঘটনার দিন রাত অনুমান ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাহিরে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা ঐ গ্রামের লম্পট প্রকৃতির বখাটে যুবক সিরাজুল ইসলামের পুত্র সোহেল (২৬) ও একই গ্রামের ছাইফুল ইসলামের পুত্র শেখ ফরিদ (২০) মেয়েটিকে ধর্ষণের উদ্দেশ্যে হাত মুখ চেপে ধরে বাড়ীর পাশ্বের হলুদ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারে বাড়ীর লোকজন ও পাড়া প্রতিবেশিরা ছুটে এলে ঐ লম্পট দ্বয় পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের নানা শফিকুল ইসলাম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা তদন্তকারী কর্মকর্তা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই শহিদুল ইসলাম গতকাল ভিকটিমের জবান বন্দি রেকডের জন্য গাইবান্ধা বিজ্ঞ আদালতে হাজির করেছিলেন। তদন্তকারী কর্মকতা জানান, আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয় নাই। তবে তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।