শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ নতুন ডিজিটাল যুগে চোরেরাও হয়েছে ডিজিটাল, বেড়েছে ডিজিটাল বুদ্ধি। সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দর এলাকা হতে গত রবিবার রাতে ৫টি রাইচ মিলের বিদ্যুতের মিটার চুরি করে খুলে নিয়ে গেছে চোরের দল। সংঘবদ্ধ ডিজিটাল চোরেরা যাবার সময় ঘটনা স্থলে একটি করে মোবাইল নম্বর দিয়ে লিখে গেছেন, চুরি যাওয়া মিটার ফেরৎ পাইতে যোগাযোগ করুন। পরদিন সকালে মিল মালিকগন তাদের চুরি যাওয়া মিটার ফেরৎ পাইতে সংশ্লিষ্ট নম্বরে ফোন দিলে চোরেরা প্রতি মিটারের মুক্তিপন ৫ হাজার টাকা করে দাবি করেন এবং ৫ মিনিটে মিটার ফেরৎ দেওয়ার আস্বাস দেন। ভূক্তভোগি মিল মালিক পালান পাড়া গ্রামের রিপন সাহা, খাজা প্রামানিক, শিক্ষক সেলিম মিয়া ও রোকন। বিষয়টি সাদুল্লাপুর থানা ও স্থানীয় পল্লি বিদ্যুৎ অফিসে লিখিতভাবে অবগত করেন। ৩দিন অতিবাহিত হলেও তাদের মিটার উদ্ধার না হওয়ায়, মিল মালিকগন চোরের সাথে ঐ নম্বরে পুনরায় মিটার উদ্ধারের জন্য যোগাযোগ করেন। গত ২ ডিসেম্বর মিল মালিক রিপন সাহা ও খাজা প্রামানিক চোরের নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর ৫ মিনিট পর তাদের চুরি যাওয়া ৩টি মিটার ফেরৎ পেয়েছেন মুক্তিপন দিয়ে। রিপন সাহা জানান, চোরেরা বিকাশে টাকা পেয়েই আমাকে ফোনে বলে তোমার মিলের পাশ্বের কলাবাগানে মিটারটি মাটির নিচে পুতে রাখা আছে, বেড় করে নেও। আমি তাদের কথা মতো কলাবাগানে গিয়ে মিটার উদ্ধার করি। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ রজব আলি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঐ চোরসদস্যদের গ্রেফতার করতে পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে। ঘটনাটি এলাকায় টক অব-দ্যা ধাপেরহাটে পরিনত হয়েছে।