শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৯ অপরাহ্ন

ধাপেরহাটে শ্বশুর বাড়ীর লোকজন কর্তৃক গৃহবধুকে নির্যাতন

ধাপেরহাটে শ্বশুর বাড়ীর লোকজন কর্তৃক গৃহবধুকে নির্যাতন

ধাপেরহাট (সাদুল্লপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে শ্বশুরবাড়ীর লোকজন কর্তৃক গৃহবধু মনোয়ারা বেগমকে নির্যাতনের অভিযোগ এনে নির্যাতিত গৃহবধু মনোয়ারা বেগম শ্বশুরবাড়ীর ১০/১২ জনের বিরুদ্ধে গত বুধবার সাদুল্লাপুর থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঐ গ্রামের মৃত সমশের আলীর পুত্র ছামছুল আলম এর সাথে বিবাহের পর থেকেই দেবর জাহিদুল ইসলামসহ বাড়ীর লোকজন পারিবারিক শত্রুতার জের ধরে গৃহবধু মনোয়ারাকে শারীরিক ও মানুষিক ভাবে একাধিকবার নির্যাতন করে। উক্ত বিষয় নিয়ে বহুবার গ্রাম্য-শালীশি বৈঠক করেও নির্যাতিত গৃহবধু কোন প্রতিকার পায় নাই। ঐ গৃহবধু তার শ্বশুর বাড়ীর লোকজনের শত নির্যাতন সহ্য করে ঘর সংসার করাকালে গত বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে স্বামীসহ ১০/১২জন হাতে লাঠি ও লোহার রড নিয়ে বাড়ীতে প্রবেশ করে মনোয়ারা বেগমকে মার ডাং আহত করে জনৈক দুলা মিয়ার বাড়ীর সামনে ফাঁকা নির্জন স্থানে অজ্ঞান অবস্থায় ফেলে রাখে। স্থানীয় লোকজনের সহযোগিতায় পরবর্তীতে ঐ গৃহবধুকে উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। এ বিষয়ে গৃহবধু মনোয়ারা বেগম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

 

 

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com