শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৯ অপরাহ্ন
ধাপেরহাট (সাদুল্লপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে শ্বশুরবাড়ীর লোকজন কর্তৃক গৃহবধু মনোয়ারা বেগমকে নির্যাতনের অভিযোগ এনে নির্যাতিত গৃহবধু মনোয়ারা বেগম শ্বশুরবাড়ীর ১০/১২ জনের বিরুদ্ধে গত বুধবার সাদুল্লাপুর থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঐ গ্রামের মৃত সমশের আলীর পুত্র ছামছুল আলম এর সাথে বিবাহের পর থেকেই দেবর জাহিদুল ইসলামসহ বাড়ীর লোকজন পারিবারিক শত্রুতার জের ধরে গৃহবধু মনোয়ারাকে শারীরিক ও মানুষিক ভাবে একাধিকবার নির্যাতন করে। উক্ত বিষয় নিয়ে বহুবার গ্রাম্য-শালীশি বৈঠক করেও নির্যাতিত গৃহবধু কোন প্রতিকার পায় নাই। ঐ গৃহবধু তার শ্বশুর বাড়ীর লোকজনের শত নির্যাতন সহ্য করে ঘর সংসার করাকালে গত বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে স্বামীসহ ১০/১২জন হাতে লাঠি ও লোহার রড নিয়ে বাড়ীতে প্রবেশ করে মনোয়ারা বেগমকে মার ডাং আহত করে জনৈক দুলা মিয়ার বাড়ীর সামনে ফাঁকা নির্জন স্থানে অজ্ঞান অবস্থায় ফেলে রাখে। স্থানীয় লোকজনের সহযোগিতায় পরবর্তীতে ঐ গৃহবধুকে উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। এ বিষয়ে গৃহবধু মনোয়ারা বেগম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।