রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ আলুর বাজার দর নিয়ন্ত্রণে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট আর ভরসা কোল্ড স্টোরে বেশি দামে আলু বিক্রি করার দায়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ৪ আলু ব্যাবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম। র্যাব-১৩ গাইবান্ধা এ যৌথ অভিযানে সহযোগিতা করেন। অভিযুক্ত ব্যাবসায়ীরা হলেন, আরভি কোল্ড স্টোরেজের আলু ব্যাবসায়ী আফসার আলী, স্বপন মিয়া, আনারুল ইালাম ও গোবিন্দ চন্দ্র সাহা। র্যাব ও ভোক্তা অধিকারের কর্মকর্তাকে দেখে উপস্থিত ক্ষুদ্রব্যবসায়ী ও সাধারন ক্রেতাগন অভিযোগ জানালে অভিযোগের সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়। র্যাব- ১৩ গাইবান্ধার কমান্ডার এ,এস,সি মুন্না বিশ্বাস ও আব্দুস সালাম বলেন, সরকারের নিদের্শনা অমান্য করে কিছু অসাধু আলু ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করে ক্রেতা সাধারনকে অস্থির করে তুলেছে। সরকার বাজার নিয়ন্ত্রনের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরকে নজর দারি করার তাগিদ দিয়েছেন। তারই অংশ হিসাবে আজ আমরা যৌথ ভাবে এ অভিযান পরিচালানা নেমেছি। বাজার দর নিয়ন্ত্রণ করতে এ অভিযান অব্যহত থাকবে। এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ফরিয়া আলু ব্যাবসায়ী ও সর্বস্তরের জনগন।