রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিম্নাঞ্চল উজান থেকে নেমে আসা বন্যার পানিতে ডুবে গেছে, করোতোয়ার পানি নলেয়া নদী হয়ে হাতির ছালা বিলে এসে লালমাটির ঘাট ব্রীজের নীচ দিয়ে প্রবেশ করছে নিজপাড়া মৌজার চকের পাতার এবং গবরার বিলে পানির প্রবল স্রােতে নিজপাড়ার এ ব্রীজটি ভেংগে গেছে, ডুবে গেছে শত শত একর আবাদী জমির ফসল ডুবে গিয়ে কৃষকের স্বপ্ন বিলীন হতে হয়েছে। অপরদিকে আখিরা নদীর পানি বিপদ সীমা পেরিয়ে ধাপেরহাট মহাসড়কের গোসাইজানী ব্রীজের নীচ দিয়ে খাট মারা বিলে প্রবেশ করে ধানের গাছ পানির নীচে কৃষকের হাহাকার, মাছ চাষীদের লক্ষ লক্ষ টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে, বেশ কিছু মাটির ঘরবাড়ী ধসে পরেছে, কৃষকের এমন ক্ষতির বিষয় নিয়ে কথা হয় স্থানীয় কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সাথে তিনি বলেন, আমাদের স্থানীয় সংসদ সদস্য ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক উম্মে কুলছুম স্মৃতিকে বিষয়টি অবগত করেছি খুব দ্রুত ক্ষতিগ্রস্ত ব্রীজ মেরামত সহ ক্ষতিগ্রস্ত মানুষের ঘর, নষ্ট হওয়া ফসলের ক্ষতি পুষিয়ে দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন।